খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ টিকা ১৯ আগস্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯ আগস্ট করোনাভাইরাস প্রতিরোধী দ্বিতীয় ডোজ টিকা নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল, ডেটোরেট করেনি। তার খারাপ কিছু হয়নি। একডোজ টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ নেবেন।’
সাবেক প্রধানমন্ত্রীর দ্বিতীয় ডোজ টিকা নেয়ার নির্ধারিত সময় ১৯ আগস্ট বলে জানান বিএনপি মহাসচিব।
গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মর্ডানার প্রথম ডোজ টিকা নেন খালেদা জিয়া। ওই দিন হাসপাতাল প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম হওয়ায় হাসপাতালের বাইরে গাড়িতেই টিকা দেয়া হয় তাকে।
টিকা নেয়ার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার করোনায় আক্রান্তের খবর আসে সংবাদমাধ্যমে।
প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নেন খালেদা। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৯ মে তার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে।
তারপরও শারীরিক সমস্যা থাকায় প্রায় দেড় মাস তাকে হাসপাতালে থাকতে হয়। কিছুদিন সেখানকার করোনারি কেয়ার ইউনিটেও (সিসিইউ) রাখা হয়েছিল বিএনপি নেত্রীকে। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের বাসায় ফেরেন আসেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।