বগুড়ার শিবগঞ্জে অবৈধ বালু উত্তলনের মেশিন ভেঙ্গে দিলেন এসিল্যান্ড
বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকার বালুদস্যু আদম অবৈধ ভাবে বালু উত্তলনের মাধ্যমে বালুর ব্যবসা করে আসছিল। বুধবার (১১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে গিয়ে বালু উত্তলন কৃত মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মৌলি মন্ডল।
এসময় ওই এলাকার বালুদস্যুদের ভয়ে কোনঠাসা হয়ে থাকা কৃষকের মাঝে খুশি বিরাজ করছিল, তারা বলেন, এই এসিলান্ডের যেন আল্লাহ মঙ্গল করেন। তিনি আজ আমাদের আবাদি কৃষিজমি বালুদস্যুদের হাত থেকে রক্ষা করে দিলেন।
এসময় বালু উত্তলন কারী আদম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসা টের পেয়ে মেশিন রেখে সটকে পরে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌলি মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং বালু উত্তলন কাজে ব্যবহত মেশিন,পাইপ জব্দ করে স্হানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়েছি মাইকে প্রচারের মাধ্যমে অবৈধ বালু উত্তলনকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
আমাদের অভিযান অব্যহত থাকবে। বালু উত্তলনকারী যতবড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।