সুনামগঞ্জের র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ১
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ১
সুনামগঞ্জের সদরে র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে গত কাল ০৮ আগস্ট ২০২১ ইং র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার সদর থানাধীন উত্তর আরফিন নগর এর বন্ধন-৩৪ নং বাসার ভিতর হইতে অভিযান পরিচালনা করে বিদেশী মদ= ১৩২ বোতল (AC BLACK-৩৭৫ এমএল ৫৭ বোতল, McDowell`s -৩৭৫ এমএল ৭২ বোতল, VODKA-৭৫০ এমএল ০৩ বোতল) জব্দসহ ধৃত আসামী ১।
মোঃ রুহুল আমিন (৬০), পিতা- মৃত সজ্জাত আলী, সাং- বন্ধন-৩৪, উত্তর আরফিন নগর, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ’কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ সহ সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।