জেলার খবর

নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু,শনাক্ত ২৩৬

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু,শনাক্ত ২৩৬

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯শতাংশ। এদিন ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার(৫ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৪ জন।

মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন,সুবর্ণচরে ৬ জন,হাতিয়া ২ জন,বেগমগঞ্জ ৬১ জন,সোনাইমুড়ীতে ১৬ জন,চাটখিল ২৩ জন, সেনবাগে ২৫ জন,কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৬ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬০ জন, সুবর্ণচরে ১৩ জন,হাতিয়া ৫ জন,বেগমগঞ্জ ১২ জন,সোনাইমুড়ীতে ২ জন,চাটখিল ১৩ জন, সেনবাগ ৯ জন,কোম্পানীগঞ্জ ৯২ জন,কবিরহাটে ৩০ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯২ জন।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৩ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ১১৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button