রূপগঞ্জে এস আই সালাউদ্দিনের নেতৃত্বে গাউছিয়া রোডের এ যেনো এক ভিন্ন চিত্র
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে এস আই সালাউদ্দিনের নেতৃত্বে গাউছিয়া রোডের এ যেনো এক ভিন্ন চিত্র
বাংলাদেশ হাইওয়ে পুলিশের কাঁচপুর থানাধীন ভুলতা ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে ও সুদক্ষ পরিচালনায় ভুলতা, গাউছিয়া থেকে শুরু করে পুরিন্দা পর্যন্ত মহাসড়কের চিত্র এখন ভিন্ন রকম।
এই সড়কে পুর্বের ন্যায় এখন আর যানজট নেই। নেই পরিবহনের অরাজকতা। এক সময় দেখা যেত পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো এলোমেলো রাখার কারনে এ এলাকায় অসহনীয় যানজটের সৃস্টি হত। পরিবহনের দীর্ঘ লাইন লেগেই থাকত। এতে যাত্রী ও পন্য পরিবহনকারীদের মারাত্বক দুর্ভোগ হত।
এস আই মোঃ সালাউদ্দিন ভুলতা ক্যাম্পে যোগদান করার পর ঐ এলাকায় কর্মরত তার সহকর্মীদের সাথে নিয়ে তিনি যানজট নিরসন ও পরিবহনে শৃংখলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং নিয়মিত তা তার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেন।
তার সহকর্মীদের নিয়ে সময় সময় কাউন্সিলিং ও পরামর্শ করেন। এ ছাড়াও মোঃ সালাউদ্দিন স্থানীয় মার্কেটগুলোর নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যানজট নিরসন বিষয়ে আলোচনা করেন।
পুলিশের বিশেষ দিবসগুলোতে তিনি জনসচেতনতার জন্য বিভিন্ন সভা সেমিনার ও মতবিনিময়ের আয়োজন করেন।
মোঃ সালাউদ্দিন তার কর্মদক্ষতায় এলাকায় অনেক জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছেন।
এলাকাবাসী জানান,তিনি দায়িত্ব নেয়ার পর ভুলতা ক্যাম্পের অধিনের সড়ক এখন চলাচলের জন্য নিরাপদ।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ ইনসুর আলী জানান, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হলে তার কর্ম এলাকার জনগন সুফল পায় ও তাতে সরকারেরও ভাবমূর্তি উজ্জল হয়।