বগুড়ার আদমদীঘিতে লকডাউন অমান্য করায় ৮ জনের জরিমানা করেন ইউএনও
করোনা সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেয়া দিক নির্দেশনা অমান্য করায় বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৮ জনকে ২৩’শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২রা আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় জরিমানা আদায় করেন।
জানাযায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া দিক নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা সদরের বাজার, পূর্ব ঢাকা রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরা, হোটেলে, চা স্টল খুলে রেখে খাবার বিক্রিসহ নানান নির্দেশনা অমান্য করায় ৮ জনকে ২৩’শ টাকা জরিমানা করা হয়। ইউএনও শ্রাবণী রায় বলেন, লকডাউন চলাকালীন সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।