খেলাধুলা

৫০ শতাংশ কম বেতনে বার্সায় মেসি

কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ, সবার চোখ এখন খেলোয়াড়দের দলবদলে। বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ৫০ শতাংশ কম বেতনে। প্রাথমিক সমঝোতা হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

ক্রিশ্চিয়ানো রোনালদো য়্যুভেন্তাসে থাকবে, এমনটাই আশা ক্লাবটির। তবে এখনো আশার বাণী শোনাতে পারেনি কোনো পক্ষই। ২৫ জুলাই সিআর সেভেন ইতালি ফেরার পর জানা যাবে আপডেট। ম্যানুয়েল লোকাতেল্লিকে দলে ভেড়াতে সাসুয়োলোর সাথে আলোচনা চালিয়ে যাবে ক্লাবটি।

বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার অ্যার্লিং হাল্যান্ডকে দলে ভেড়াতে চেলসির দৌড়ঝাপ, এজন্য ডর্টমুন্ডকে ১৭৫ মিলিয়ন ইউরো দিতে রাজি চ্যাম্পিয়ন্স লিগ উইনাররা। ডর্টমুন্ড রাজি হলে নেইমারের পর দ্বিতীয় সবোর্চ্চ ট্রান্সফার ফি তে জার্মানি ছেড়ে ইংলিশ ক্লাবে যাবেন নরওয়ে স্টার।

অতোয়া গ্রিজম্যান ও সাওল নিগুয়েজের মধ্যে অদলবদলের বিষয়ে আলোচনা চলছে বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদের মধ্যে।

এই মৌসুমেই চেলসি ছাড়ছেন ইংলিশ ফরোয়ার্ড আইকে উগবো ও ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ে জিরু। বেলজিয়ান ক্লাব জেন্ক উগবোকে দলে টানতে চায়। এসি মিলানে যাচ্ছেন জিরু। রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক রাফায়েল ভারানকে দলে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এক বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে অলিম্পিক মার্শেইতে যাচ্ছেন ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। গানাররা এখন ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইটকে দলে ভেড়াতে ব্রাইটনের সাথে চুক্তির চেষ্টা চালাচ্ছে। বেলজিয়ান মিডফিল্ডার লোকোঙ্গার বিষয়েও আর্সেনালের আনুষ্ঠানিক ঘোষণা এলো বলে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button