অর্থ ও বাণিজ্য
চলতি অর্থবছরে রফতানি লক্ষ্য নির্ধারণ ৫১০০ কোটি ডলার
চলতি ২০২১-২২ অর্থবছরের ৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।আজ মঙ্গলবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, এবার সেবা ও পণ্য রফতানিতে গত অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩৭ শতাংশ সার্বিক প্রবৃদ্ধি লক্ষ্য ঠিক করা হয়েছে। রফতানি বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।
রফতানি বাড়াতে সরকারের বর্তমান সহযোগিতা অব্যাহত থাকলে এ লক্ষ্য অর্জন সহজ হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।