জাতীয়

আজ কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন, সড়কে বেড়েছে যানবাহন

সারাদেশে কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন আজ। এরই মধ্যে এর মেয়াদ বাড়িয়ে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। কঠোর বিধিনিষেধের শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জনকে এবং চতুর্থ দিনে ৬১৮ জনকে ও ৫ম দিনে রাজধানী ৫০৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার ব্যাংক-বীমা এবং শেয়ারবাজার খুলেছে। ফলে অন্যান্য দিনের চেয়ে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহন বেশি ছিল। তবে চলমান বিধিনিষেধে বন্ধ আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস। চলমান বিধি নিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আসন্ন কোরবানির ঈদ পর্যন্তও কঠোর বিধিনিষেধ চলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button