হরানো মোবাইল উদ্ধারে পাইকগাছা থানার সাফল্য!
হরিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সফলতা এনেছে খুলনা পাইকগাছা থানা। ইতোমধ্যেই বেশ কিছু মোবাইল উদ্ধার করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অফিসার ইনচার্জ এজাজ শফি।
এ সংক্রান্তে ভুক্তভোগী মালিকের করা জিডি’র তদন্তে বেরিয়ে পড়ছে সব কিছুই। উদ্ধার হচ্ছে হারিয়ে যাওয়া মোবাইল ফোন। পাইকগাছা থানার ওসি এজাজ শফি’র নির্দেশনায় ICT specialist SI অখিল রায় এ সবের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। এছাড়াও অন্যান্য এস আইদের উপর দ্বায়িত্ব ন্যাস্ত করে উদ্ধার তৎপরতায় সফলতা এনেছেন তিনি। আজ রবিবার এমনই একটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে ফেরৎ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ এজাজ শফি।
জানাগেছে, উপজেলার চাদখালী গ্রামের মৃত্যু মহেন্দ্র সরদারের পুত্র রনজিত সরদারের itel A55 মোবাইল ফোনটি হারিয়ে গেলে তিনি এ সংক্রান্তে এক জিডি করেন পাইকগাছা থানায়। যার জিডি নং- ৬৮৮, তাং ১৩/০৬/২০ ইং। এরপর সংশ্লিষ্ট দারোগা এস আই অখিল রায় ফোনটি তিন দিনের মধ্যে উদ্ধার করতে সক্ষম হন। রবিবার সকাল ১১ টায় প্রকৃত মালিক রনজিৎ কে ডেকে এনে তার হাতে হারিয়ে যাওয়া মোবাইলটা ফেরত দেওয়া দেন ওসি এজাজ শফি।
এদিকে একইদিনে থানার এস আই মুনতাসির oppo f5 হারানো মোবাইলটি উদ্ধার পূর্বক প্রকৃত মালিককে ফেরত প্রদান করেন।