সঠিক মাস্টার প্ল্যান ছাড়া অপরিকল্পিত নগরায়ন কিশোরগঞ্জ
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
সঠিক মাস্টার প্ল্যান ছাড়া অপরিকল্পিত নগরায়ন কিশোরগঞ্জ
ভালো নাক কিভাবে খাওজিয়ে ঘাউ বানায় এই কথাটা শুধু মুরব্বিদের মুখে শুনেছি বাস্তবে দেখেনি কিন্তু আজ দেখলাম। কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আখড়া বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের মোর এবং ফায়ার সার্ভিসের সামনে আরসিসি ঢালাই করা নিখুঁত রাস্তা হাম্বোর দিয়ে গর্ত করছেন বিদ্যুৎ শ্রমিকরা।
ভালো রাস্তা ভাঙতে দেখে আখড়া বাজার এলাকার আশপাশের বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে এসে বিদ্যুৎ শ্রমিকদের কাছে জানতে চায় আপনারা ভালো রাস্তাটা এভাবে ভাঙছেন কেন? উত্তরে বিদ্যুৎ শ্রমিকরা বলেন আমরা বিদ্যুতের খুটি বসাচ্ছি এই কথা বলার পর আখড়া বাজার এলাকাবাসি কয়েকজন শ্রমিকদেরকে প্রশ্ন করছেন আপনারা পৌরসভার অনুমোদন নিয়ে রাস্তা ভাংচুর করছেনতো উত্তরে বিদ্যুৎ শ্রমিকরা কোন সদুত্তর দিতে পারেনি! সঠিকভাবে মাস্টার প্ল্যান ছাড়া এভাবে ভালো রাস্তা ভাংচুর করা কতটুকু যুক্তিসম্মত হচ্ছে সেটা কিশোরগঞ্জের পৌর মেয়র ভাল বলতে পারবেন।