আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন টনি ক্রুস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে জার্মানির বিদায়ের দুদিন পরই শুক্রবার জাতীয় দলকে না বলে দিলেন জার্মানির তারকা এ মিডফিল্ডার। কাতার বিশ্বকাপের পর্দা উঠতে সময় বাকি মাত্র ১৬ মাস। এমন সময়ে জাতীয় দলকে তার গুডবাই বলাটা ক্রীড়াপ্রেমীদের হতবাক করেছে।
৩১ বছরের এ তারকা প্লেমেকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দীর্ঘ দিন চিন্তা-ভাবনা করেই ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেই অবসরে যাওয়ার সিদ্ধান্তটি নিয়েছেন তিনি, ‘অনেক দিন ধরে ভেবেই আমি এই টুর্নামেন্টের (ইউরো) শেষে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অনেক আগেই বুঝতে পারি, ২০২২ সালে কাতার বিশ্বকাপে আমার খেলা হবে না।’
২০১০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ক্রুসের। রিয়াল মাদ্রিদের মাঝ-মাঠের তারকা ধীরে ধীরে বনে যান জার্মানির একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রিয় জন্মভূমির বিশ্ব শিরোপা জয়ে রাখেন অগ্রণী ভূমিকা। জার্মানির জার্সি গায়ে চাপিয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন ক্রুস। নিজে গোল করেছেন ১৭টি। সঙ্গে সতীর্থদের গোলে সহায়তা করেছেন ১৯ বার।