জেলার খবর

ফতুল্লার মিশুক চালক রাজা মিয়া হত্যার আসামি মামুনের আদালতে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ফতুল্লার মিশুক চালক রাজা মিয়া হত্যার আসামি মামুনের আদালতে স্বীকারোক্তি

ফতুল্লার ইসদাইরে যাত্রীবেশে মিশুক চালক রাজা মিয়া(৪০)কে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত মামুন(৩০) ১৬৪ ধারায় বৃহস্পতিবার বিকেলে সিনিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কাউছার আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে বুধবার দিবাগত ভোররাতে মামুনকে চাষাড়া তোলারাম কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃত মামুন কিশোরগঞ্জ জেলার সদর থানার উলুহাটি গ্রামের হযরত আলীর পুত্র। বর্তমানে ফতুল্লা থানার দেলপাড়া কলেজ রোড গলিতে স্ব-পরিবারে বসবাস করে।

জানা যায়,সোমবার(২৮জুন) দিবাগত ভোর রাতে ফতুল্লা থানার ইসদাইরস্থ পৌর স্টেডিয়ামের সামনে যাত্রীবেশে অজ্ঞাতনামা ৪ জন দুষ্কৃতিকারী নিহত মিশুক চালক রাজা মিয়াকে ভয়ভীতি দেখাইয়া নিহত চালকের সাথে থাকা মোবাইল, টাকা পয়সা ও মিশুক গাড়ীটি ছিনাইয়া নেওয়ার সময় ঘাতক চক্রের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দূস্কৃতিকারীরা ধারালো ছোরা দ্বারা গলায় ও পিঠের নিচে কোমড়ের উপরে আঘাত করিয়া গুরুতর জখম করে হত্যা করে সাথে থাকা একটি বাটন মোবাইল ফোন ও ব্যাটারি চালিত একটি পুরাতন মিশুক ছিনাইয়া নিয়া যায় এবং দুষ্কৃতিকারীদের ব্যবহৃত একটি বাটবিহীন স্টিলের চাকু ঘটনাস্থলে ফেলাইয়া রাখিয়া যায়।

পরে মঙ্গলবার(২৯জুন) নিহতের বোন মোমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

নিহত অটোরিক্সা চালক রাজা মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ির বিশ্রামগাছির মৃত মবেজ মিয়ার পুত্র ও মাসদাইরস্থ কাজী বাড়ীর গলির আবুল হাজীর বাড়ীতে ভাড়ায় বসবাস করে মোহাম্মদ আলীর গ্যারেজের মিশুক চালিয়ে জীবিকা পরিচালনা করে আসছিলো।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইমানুর জানায়,মিশুক চালক নিহতের ঘটনার

সাথে জড়িত মামুন কে বুধবার দিবাগত ভোররাতে মামুনকে তোলারাম চাষাড়া কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার বিকেলে মামুন ১৬৪ ধারায় বৃহস্পতিবার বিকেলে সিনিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট কাউছার আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।তিনি আরো জানান জবানবন্দিতে মামুন স্বীকার করে যে,বুধবার রাতে তিনি সহ আরো তিনজন হত্যাকান্ডে অংশ নেয়।এবং ছিনিয়ে নেয়া মিশুকটি রাসেলের নিকট গচ্ছিত রাখা হয়েছে।এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতার সহ ছিনিয়ে নেয়া মিশুক গাড়ীটি উদ্ধার অভিযান অব্যাহ্যত রয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান,১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামুন কে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button