ডায়ানার মূর্তি উন্মোচনে প্রিন্স উইলিয়াম ও হ্যারি
মা প্রিন্সেস ডায়ানার নতুন একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের দুই উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। গত এপ্রিলে ডিউক এব এডিনবার্গের শেষকৃত্যে একত্রিত হওয়ার পর প্রথমবারের মতো এ অনুষ্ঠানে একত্রিত হলেন তারা।
বৃহস্পতিবার কেনসিংটন প্রাসাদে নতুন করে নকশা করা সানকেন বাগানে মূর্তিটি উন্মোচন করা হয়। বেঁচে থাকলে এদিন ৬০ বছর পূর্ণ হতো ডায়ানার।
মায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম ও হ্যারি বলেন, ‘আমরা তার ভালোবাসা, শক্তি আর বৈশিষ্ট্য স্মরণ করি। সারা দুনিয়ায় তার গুণ শক্তিতে পরিণত হয়েছিলো আর অগণিত মানুষের জীবনে আরও উন্নত বদল এনে দিয়েছে।’
মায়ের স্মৃতি টিকিয়ে রাখা পৃথিবীর সব মানুষকে ধন্যবাদ জানান প্রিন্সেস ডায়ানার দুই ছেলে। নতুন উন্মোচিত মূর্তি তার মায়ের জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে হাসতে এবং কথা বলতে দেখা যায় দুই ভাইকে।
গত বছর রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রিন্স উইলিয়ামের সঙ্গে জটিলতার ইঙ্গিত দিয়েছিলেন প্রিন্স হ্যারি। মার্চে অপরা উইনফ্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেন, তাদের দুই ভাইয়ের রাস্তা আলাদা।
স্ত্রী এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন প্রিন্স হ্যারি। কোয়ারেন্টিন শেষ করে বৃহস্পতিবারের অনুষ্ঠানে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাজ্যে পৌঁছান তিনি।