জেলার খবর

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, খেলাধুলা করার সময় উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের হোরণের ছেলে আফছার (২)পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়।পরে পুকুর থেকে তাকে তুলে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহমেদ বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও সুবর্ণচর উপজেলায় দুপুর ১২টার দিকে চার বছর বয়সী আরমান নামে আরেক শিশু পানিতে ডুবে মারা যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেব জ্যোতি তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতাল চিকিৎসক শিশুটিকে বাঁচানোর জন্য ব্যস্ত ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে নিহত শিশুর পরিবার তাকে নিয়ে চলে যায়।তাই তার নাম ঠিকানা লিপিবদ্ধ না থাকায় নিহত শিশু আরমানের বিষয়ে কোন তথ্য দেওয়া যাচ্ছেনা।তবে আবাসিক মেডিকেল অফিসার ডা.সাব্বির আহমেদ পানিতে পড়ে দুটি শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button