সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড গড়লো কানাডা
কানাডায় দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ার লিটন এলাকায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কর্মকর্তারা বলছেন, এর ফলে দেশটির ৮৪ বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলও। খবর ফক্স নিউজের।
গতকাল রোববার এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ১৯৩৭ সালের জুলাই মাসে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে শুধু লায়টন শহরই নয়, ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের আরও ৪০ শহরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। এমতাবস্থায় এই তাপপ্রবাহ বিপজ্জনক বলে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আরও সাতদিন এমন তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে বলেও জানিয়েছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের মতো চরম আবহাওয়াজনিত ঘটনাগুলো ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা দেবে। তবে যেকোনো একটি ঘটনাকে সরাসরি বৈশ্বিক উষ্ণায়ন দিয়ে ব্যাখ্যা করা জটিল বলেও জানিয়েছেন তারা। এদিকে ব্রিটিশ কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পর্যন্ত এই তাপপ্রবাহের প্রভাব লক্ষ্য করা গেছে। ফলে এসির ব্যবহার বেড়ে গেছে। তাই বেড়েছে বিদ্যুতেরও চাহিদা।
এই তাপপ্রবাহ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছেন কানাডার জলবায়ুবিদ ডেভিড ফিলিপস।