মগবাজারে বিস্ফোরণে নিহতদের পরিবার আর্থিক সহায়তা পাবে
মগবাজারে বিস্ফোরণে নিহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার করে দেয়া হবে বলে জানানো হয়েছে।রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবন, দোকানপাট ও যানবাহন।
এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশু-নারীসহ অর্ধশতাধিক। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের ঢাকা মেডিক্যাল ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিস্ফোরণে আশপাশের ১৪টি ভবন, ৩টি বাস ও বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছেন গ্যাস লাইন বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ বের করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি, পিবিআই কাজ করছে। গঠিত হয়েছে একাধিক তদন্ত কমিটি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, আমরা ধারণা করছি গ্যাস জাতীয় কিছু থেকে এ বিস্ফোণ হয়েছে। আমরা পরীক্ষা করছি এখানে গ্যাসের মাত্রা কতটুকু ছিল।