বগুড়া সোনাতলায় ৯ মামলা সহ পোর্নোগ্রাফি মামলায় ঢান্ডু গ্রেফতার
বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সোনাতলায় ৯ মামলা সহ পোর্নোগ্রাফি মামলায় ঢান্ডু গ্রেফতার
বগুড়া সোনাতলায় বিভিন্ন ৯টি মামলা সহ পর্নোগ্রাফি মামলার মুল আসামি মুনিরুজ্জান ঢান্ডু মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঢান্ডু মিয়া উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়ার কারিগড় পাড়ার গ্রামের আবুল কাসেম এর ছেলে ৷মামলাসুত্রে জানাযায়, মামলার বাদি ১ নারীর ব্যবহিত মোবাইল ফোনে ওই ডান্ডুমিয়া অশ্লিল এসএমএস প্রদান করা সহ হুমকি দিতেই থাকে।
গত ২৫শে মে ০২১ উক্ত ঢান্ডু মিয়া সহ অজ্ঞাত আরো ৩/৪ জন মোটরসাইকেল যোগে ওইদিন বিকেলে বাদির বাড়ি উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে বাড়ির সামনে লাল রং এর ১টি টিসু ব্যাগ কৌশলে ফেলে রেখে চলে যায়।
ব্যাগের ভিতরে কয়েকটি কাগজে বিভিন্ন প্রকার লেখালেখি এবং ২য় টিতে ১টি এসডি কার্ড দেখতে পায় ওই নারী ৷উক্ত এসডি কার্ড মোবাইল ফোনের মাধ্যমে চালু করে দেখতে পায় বিভিন্ন সময়ে গোপনে মোবাইলফোনের মাধ্যমে ধারনকৃত অপৃতিকর ভিডিও ও অন্যের ছবির একাংশের সাথে তার ছবি এডিড করে অপর পুরুষের সাথে ছবি সংযুক্ত করেছে।
আসামি মুনিরুজামান ডান্ডু সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে পর্নোগ্রাফি অপৃতিকর ভিডিও এবং ছবি ধারন ও এডিড এবং তা প্রচার করে বাদি ওই নারিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্য করেছে। ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে ঢান্ডুমিয়াকে মুল আসামি সহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিয়ন্ত্রন আইনে পর্নোগ্রাফি মামলা দায়ের করেন ৷থানা পুলিশ পর্নোগ্রাফি মামলার মুল আসামি মনিরুজামান ডান্ঢুমিয়াকে গ্রেফতার করে ২৭শে জুন রবিবার আদালতে প্রেরন করে।