শিক্ষাঙ্গন
অনলাইনে ক্লাস শুরুর পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
শিগগিরই নতুন বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করে, অন লাইনে ক্লাস শুরু করার পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এমন কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান।
অধ্যাপক ড. মো: মশিউর রহমান আরও বলেন,’অনলাইনে যদি ভর্তির ব্যবস্থা সম্পন্ন করতে পারি তবে, নতুন শিক্ষার্থীদের দিয়ে অন লাইনে ক্লাশ শুরু করতে পারি।’
ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘মিট দ্যা রিপোটার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থী পর্যায়ে অন লাইনে ক্লাস করার সক্ষমতা কতটা আছে, সেটা যাচাই-বাছাই করা হবে।
এছাড়া সেশন জট এড়াতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের বিষয় নিয়ে কাজ চলছে। করোনা মহামারিতে শিক্ষার্থীদের মধ্যে যাতে কোন হতাশা কাজ না করে সে চেষ্টাও চলছে।