জেলার খবর

নারায়ণগঞ্জ সদরে দলবদ্ধভাবে চান্দাবাজী,অটো চালকদের তার্গেট শিকার হচ্ছেন রিকশা চালকসহ মিশুকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদরে দলবদ্ধভাবে চান্দাবাজী,অটো চালকদের তার্গেট শিকার হচ্ছেন রিকশা চালকসহ মিশুকরা

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর ঘাটে অটো চালকদের দ্বারা চাদাবাজির শিকার হচ্ছেন ঘাটে যাত্রী নিয়ে আসা রিকশা চালক ও মিশুক চালকেরা। অটো চালকরা দলবদ্ধ হয়ে এসব অপকর্ম করে থাকে। নির্দিষ্ট কোনো অটো স্টেশন না থাকা সত্ত্বেও তারা সেখানে তাদের রাজত্ব করেছে।

এক মিশুক চালক অভিযোগ করেন, ঘাট থেকে যাত্রী তুলতে হলে আগে অটো চালকদের হাতে ২০ টাকা দিতে হয়, নাহলে তারা যাত্রী নামিয়ে দেয়। আর আমরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমাদের গাড়ির চাবি খুলে রেখে দেয় তারা। আবার যদি কোনো যাত্রী এর বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে এ দলটি একসাথে হয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, এমনকি ইভটিজিং এর মতো জঘন্য অপরাধও করে তারা।

ওই মিশুক চালক আরও বলেন, যাত্রী নিয়ে ঘাটে আসলেও যাওয়ার সময় ২০ টাকা না দিলে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। অটো চালকদের চাদাবাজির ভয়ে বেশিরভাগ রিকশা সেখানে যেতে চায় না। যার ফলে উক্ত ঘাটটিতে আসতে প্রচুর কষ্ট ভোগ করতে হচ্ছে দুর-দুরান্ত থেকে আসা যাত্রীদের। মূলত এ দলটির উদ্দেশ্য হচ্ছে যাত্রীরা যেনো এখানে অন্য কোনো বাহন না পেয়ে বাধ্য হয়ে তাদের অটোতে উঠেন।

তাদের আরেকটি পদ্ধতি হচ্ছে যাত্রী যদি তাদের অটোতে না উঠে রিকশা নিতে যায় তাহলে তারা রিকশা চালককে উষ্কানি দিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে এবং সেখান থেকে ২০ টাকা রেখে দেয়। তাদের অটোতে উঠলে যাত্রীদের সাথে তারা ভালো আচরণই করে, অন্যথায় বাজে মন্তব্য সহ নানান রকম অশালীন কথা বলতে থাকে। অনেকটা প্রকাশ্যেই অপকর্ম করে যাচ্ছে এ সকল চালকরা। এ নিয়ে ইতিপুর্বে আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির দৃষ্টি আকর্ষন করে বলা ও লেখা-লেখি হলেও তিনি এ সমস্যার সমাধান করেননি। দলটির এসব অপকর্ম দমনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button