খেলাধুলা

রাত ১টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড

ইউরোর রাউন্ড অব সিক্সিটিনে যাওয়ার লড়াইয়ে রাতে মাঠে নামবে একই গ্রুপের চারটা দল। গ্রুগ ডি’র ৪ দল ইংল্যান্ড, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া ও স্টকল্যান্ড সবারই সুযোগ আছে শেষ ষোলতে যাওয়ার।

ওয়েম্বলি স্টেডিয়ামে চেকের বিপক্ষে নামবে ইংলিশরা আর হ্যাম্পডেন পার্কে স্কটিশদের অতিথি ক্রোয়াটরা। দুইটা ম্যাচই রাত ১টা।

 

নামে-ভারে, আর তারোকার সংখ্যার বিচারে ইংল্যান্ড এক ভয়াবহ টিম এবারের ইউরোতে। তবে কাগজ-কলম আর মাঠের ইংল্যান্ডের মধ্যে ফারাকটা যেন আকাশ-পাতাল। শেষ ম্যাচে দূর্বল স্কটল্যান্ডও রুখে দিয়েছে ওদের। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়টা এসেছিল অফফর্ম স্টালিংয়ের একমাত্র গোলে।

 

গ্রুপের শেষ ম্যাচে টেবিল টপার চেক রিপাবলিকের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডকে। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ডিফরেন্সে এগিয়ে থাকায় দুইয়ে থ্রিলায়ন্সরা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব সিক্সিটিনে ইংল্যান্ডের। তবে হেরে গেলে পগড়তে হতে পারে অঙ্কের হিসেবে।

ইংল্যান্ডের অতটা দুশ্চিন্তা না করলেও চলে। ওরা যদি নিজেদের সামাথ্যের সঠিক ব্যবহারটা করতে পারে ঠিকঠাকভাবে তবে চেক রিপাবলিকের মতো দল ওদের সামননে দাড়ানোরও সামার্থ্য রাখে না।

চলতি ইউরোর বাছাইপর্বে রাতের ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে এই চেককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাউথগেটের শিষ্যরা। এই মাঠে তিনবার চেক রিপাবলিকের মোকাবেলা করে ওদেরকে মোট ৯টা গোল দিয়েছে ইংল্যান্ড। ১টা ম্যাচ হয়েছে ড্র বাকি দুইটাতেই জয় ইংলিশদের।

একই গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে গেল বিশ্বকাপের রানার্স আপ ক্রেয়েশিয়া। ইউরোতে ক্রোয়াটদের অবস্থা খুবই খারাপ। ২ ম্যাচ খেলে পয়েন্ট মোটে এক। রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্টদের দল থেকে রাকিতিচ, মানজুকিচ আরা সুবাসিচ অবসর নেয়ার পর টিমটা বেশ নাজুক হয়ে গেছে, আর সেজন্যই সুবিধা করে উঠতে পারছে না লুকা মদ্রিচের দল।

এতকিছুর পরও ক্রোয়েশিয়ার রাউন্ড অব সিক্সিনের আশা টিকে আছে পুরোপুরি। স্কটল্যান্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোয্য। দু’দলের যারাই জয় পাবে তাদেরই শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা থাকবে টিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button