জাতীয়
ধনী দেশগুলো জনসংখ্যার চেয়েও বেশি টিকা নিয়ে বসে আছে: পররাষ্ট্রমন্ত্রী
ধনী দেশগুলো নিজেদের জনসংখ্যার চেয়েও বেশি টিকা নিয়ে বসে আছে, এই বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিবাদ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘সবাই এখন টিকা ব্যবসায়ী। টিকা নিয়ে কবে সুখবর দিতে পারবো তা এখনও বলতে পারছি না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ধনী দেশগুলো তাদের জনসংখ্যার চেয়ে বেশি টিকা নিয়ে বসে আছে। জি-৭ ভুক্ত ধনী সাত দেশ ১০০ কোটি দেবে বলে জানিয়েছেন। কিন্তু কবে দেবে তার কোনও নিশ্চিয়তা নেই। শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, ‘মিয়ানমার ইস্যুতে পশ্চিমা দেশগুলো মুখে নিন্দা জানালেও, প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনও কাজে আসছে না।’