ঢাকা জেলা উত্তর কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ঢাকা জেলা উত্তর কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ “আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী প্রত্যেকে কমপক্ষে ১ টি ফলজ, ১ টি বনজ ও ১টি ভেষজ গাছ রোপণ করুন” –
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সভাপতি কৃষকনেতা কৃষিবিদ সমীর চন্দ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এর দিকনির্দেশনায় গাছ লাগান, পরিবেশ বাঁচান।
প্রতিজনে ৩টি করে গাছ লাগান ” জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি -২০২১ এর আওতায় ঢাকা জেলা উত্তর কৃষক লীগের উদ্যোগে ত মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২শে জুন-২০২১) সকাল ১১ টায় ঢাকা জেলার আশুলিয়া থানা ধানসোনা ইউনিয়নের পবনাটেক প্রাইমারি স্কুল মাঠে ঢাকাজেলা উত্তর কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কমসূচীর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ মোহসীন করিম এর সভাপতিত্বে এ’ বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কমিটির যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতিন, সদস্য-সচিব মোঃ আহসান হাবিব,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সাদেক ভূইয়া, সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান, ঢাকা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, সাইফুর ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ’সময় বক্তারা মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর জন্য অনুরুধ করা হয়। পরিবেশ বাঁচাতে বেশি বেশি গাছ রোপন করা অপরিহার্য।
পবনাটেক প্রাইমারি স্কুল মাঠে কৃষক লীগের ঢাকা জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ প্রত্যেকে বৃক্ষ রোপণ করেন সেই সাথে এ’সময় বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।