নোয়াখালীতে নতুন করে আরও ৭৩ জনের শনাক্ত
নোয়াখালীর বেগমগঞ্জে নমুনা দেওয়ার পরদিন মৃত্যু হওয়া তমাল দাস করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর তিন দিন পর আসা রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। এদিকে জেলায় নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নতুন শনাক্ত করোনা রোগীদের মধ্যে জেলা সদরে ২৫ জন,বেগমগঞ্জের ৩০ জন, সুবর্ণচরের ৩ জন,সোনাইমুড়ীর ১ জন,চাটখিলের ৭ জন,কোম্পানীগঞ্জের ৩ জন ও সেনবাগের ৪ জন।জেলায় এ পর্যন্ত ১২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরের ৩৬৬, সুবর্ণচরের ৩৭,হাতিয়ার ৯,বেগমগঞ্জের ৫১১, সোনাইমুড়ীর ৬৩,চাটখিলের ৯০,সেনবাগে ৭১, কোম্পানীগঞ্জের ১৭ ও কবিরহাটে ৮৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের।সুস্থ হয়েছেন ২৮৮ জন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস জানান, গত ৯ জুন সকালে মৃত্যু হওয়া উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার বাসিন্দা তমাল দাসের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ এসেছে। মৃত্যুর আগের দিন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি চৌমুহনী বাজারের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ নিয়ে উপজেলায় ২০ জনের মৃত্যু হয়েছে।