ইসরায়েলের সঙ্গে টিকা চুক্তি বাতিল করল ফিলিস্তিন
প্রায় মেয়াদোত্তীর্ণ করোনার টিকা পাঠানোয় ইসরায়েলের সঙ্গে টিকা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। এ চুক্তির আওতায় দেশটিকে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ছিল ইসরায়েলের।
বিনিময়ে এ বছরের শেষ নাগাদ ফাইজারের পক্ষ থেকে পাওয়া সমপরিমাণ টিকা ইসরায়েলকে দেওয়ার কথা ছিল ফিলিস্তিনের। তবে প্রথম চালান দেশটিতে পৌঁছানোর পর কর্তৃপক্ষ জানায়, টিকাগুলোর মেয়াদোত্তীর্ণের সময় ধারণার চেয়ে কম। টিকাগুলো কাজে লাগানোর মতো পর্যাপ্ত সময় ইসরায়েলের ছিল না বলেই সেগুলো ফিলিস্তিনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
ফিলিস্তিনের তথ্যমতে পশ্চিম তীরে এখন পর্যন্ত ৩০ শতাংশ মানুষ এক ডোজ টিকা নিতে সক্ষম হয়েছেন।
এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, টিকা মজুদ না রেখে ফিলিস্তিনের টিকা কার্যক্রমে গতি আনতে এই টিকাগুলো দেয়া হবে। আগামী বছরের সেপ্টেম্বর/অক্টোবরে ফাইজারের কাছ থেকে সমান সংখ্যক ডোজ পাবে ইসরায়েল, যেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা। ইসরায়েলের টিকার মজুদ থাকায় এই চুক্তি সম্ভব হয়েছে। এতে করে এখনকার প্রয়োজন মেটানোর সুযোগ হবে।