ধামরাইয়ে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, পুলিশের সহায়তায় শব সৎকার সম্পন্ন।
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি-ঃ
ধামরাইয়ে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, পুলিশের সহায়তায় শব সৎকার সম্পন্ন।
ঢাকা জেলার ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কায়েতপাড়া মহল্লায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে পাখি মন্ডল (৩২) নামে এক নারী।
মৃতের সৎকারে মৃতের আপনজন আত্নীয় স্বজন কেউ এগিয়ে না আসলেও ধামরাই থানা পুলিশ ও স্হানীয় পৌর কাউন্সিলর মোঃ আরিফুল ইসলামের সহায়তায় মৃতের সৎকার করলো ধামরাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কায়েতপাড়া নিবাসী পাখি মন্ডল (৩২) নামে এক নারী মারা যায়।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় মৃতের আপনজন ও এলাকাবাসী তার সৎকারে কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেননি । এমন পরিস্থিতিতে স্হানীয় পৌর কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম আরিফ থানায় সংবাদ দিলে ধামরাই থানা পুলিশ মৃতের শব দেহের সৎকার এর ব্যবস্হা করেন ।
এ’বিষয়ে এলাকাবাসী জানান পাখি মন্ডলের কয়েকদিন যাবৎ জ্বর ছিল। আরো উল্লেখ্য গত সপ্তাহে দীপক রায় মৌলিক করোনার উপসর্গ নিয়ে মারা যায়। পরবর্তীতে প্রয়াত দীপক রায় মৌলিক এর বাড়ির সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল তিন জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ আক্রান্ত হয়েছে রিপোর্ট আসে৷ পাখি মন্ডল উক্ত বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো।
ধামরাই থানার এস আই মোঃ খায়রুল ইসলাম বলেন- করোনা আক্রান্ত সন্দেহে মৃত ব্যক্তির পাশে আজ তার আপনজন আত্নীয় স্বজন কেউ আসেননি। ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) শ্রী দীপক চন্দ্র সাহা এর নির্দেশে ও সহযোগিতায় মৃত দেহের সৎকার সম্পন্ন করিয়েছি।
স্হানীয় পৌর কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন- করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তার আপনজন আত্নীয় স্বজন কেউ এগিয়ে আসেননি। মৃতের সংবাদ শুনে আমি থানায় যোগাযোগ করি ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা মহোদয় তার পুলিশ ফোর্স পাঠিয়ে মৃত দেহের সৎকার কার্য সম্পন্ন করান ।
পৌর কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম আরিফ সহ এ’সময় আরো উপস্থিত ছিলেন পৌর মহাশ্মশান কমিটির সভাপতি প্রান গোপাল পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাঃ সম্পাদক নন্দ গোপাল সেন প্রমূখ ।