ধামরাইয়ের সাবেক সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জামাল উদ্দিন আহমেদ আর নেই
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ের সাবেক সাংসদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জামাল উদ্দিন আহমেদ আর নেই
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
, ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী ও সহযোগী, ধামরাই এর কৃতি সন্তান,ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ শতশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন আহমেদ ঢাকার সিএমএস হাসপাতালে সোমবার (১৪ই জুন-২০২১) সকাল ৯ ঘটিকায় লাইফসাপোর্ট অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
মরহুমের প্রথম নামাজে জানাযা আগামী কাল ১৫ই জুন-২০২১ রোজ মঙ্গলবার সকাল১০ টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মাঠে অনুষ্টিত হবে।
দ্বিতীয় জানাযা ভাড়ারিয়া ইউনিয়নে মরহুমের নিজ গ্রাম হাটিপাড়ায় বেলা ১১ ঘটিটায় অনুষ্টিত হবে।