জেলার খবর

কিশোরগঞ্জে শত কোটি টাকা ব্যয় করেও নরসুন্দা নদী প্রাণ ফিরে পেল না

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে শত কোটি টাকা ব্যয় করেও নরসুন্দা নদী প্রাণ ফিরে পেল না

কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। শত কোটি টাকা ব্যয় করে নরসুন্দা নদী খনন করা হলো নদীর নাব্যতা ফিরিয়ে দেবার জন্য কিন্তু দুঃখের বিষয় নরসুন্দা নদীর নাব্যতা আদৌও ফিরে পেল না! নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টায় সরকার ও যথেষ্ট আন্তরিক। কিন্তু সরকারের পরিবেশ দপ্তরে চাকুরীজীবিরা ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নেয়।

কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে দিন রাত বিষাক্ত বর্জ এ্যাসিড রাসায়নিক ক্যামিকেল পদার্থ মিশ্রিত পানি ফেলা হচ্ছে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ বিশেষ করে পুরান থানা ব্রীজের উপরে বাজার বসে এবং ব্রীজের দক্ষিণ পাশে নিচের নোংরা আবর্জনার দূর্গন্ধে হেঁটে যাওয়া যায় না। আর গৌরাঙ্গ বাজার ব্রীজের কথা কি বলবো! গৌরাঙ্গ বাজারের ব্রীজ এখন হকারদের অভয়ারণ্য হয়ে গেছে! ব্রীজের নিচে ময়লা আবর্জনার স্তূপ করে রেখেছে যেন দেখার কেউ নেই! যারা আমাদের দেশের এতো বড় সর্ব্বনাশ করছে তাদের কঠোর শাস্তি দেওয়া সময়ের দাবী।

হয় পরিবেশ দপ্তর বিলুপ্ত করা হউক নয় তো পরিবেশ দূষণকারী দের নিশ্চিহ্ন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button