জেলার খবর

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ইশা ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার মানববন্ধন

আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ইশা ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার মানববন্ধন

আজ ৭ জুন’২১ইং সোমবার, সকাল ১১ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নিজস্ব কার্যালয় চত্বরে, জেলা সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আওয়াল এর সঞ্চালনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দাঈ সদস্য কাজী মুহাম্মাদ আল-আমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
আজ এক অনিশ্চিত গন্তব্যে দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীরা। দীর্ঘ ৪৪৭ দিন যাবত দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়ে পড়ছে মানসিক বিকারগ্রস্ত, জড়িয়ে পড়ছে নানাবিধ সামাজিক অপরাধে। বই-খাতা রেখে মাদক, ইয়াবা ও শিশু ধ্বংসাত্মক ডিভাইসে সময় কাটাচ্ছে আনন্দচিত্তে।

অনলাইন গেমস খেলতে টাকা না পেয়ে অনেকে আত্মহত্যাও করছে। অনেকে পাড়া-মহল্লায় জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং এর মত অনৈতিক অপরাধমূলক সংগঠনে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়েছে চরম আর্থিক সংকটে। যাদের টিউশনির টাকায় নিজেদের খেয়ে-পরে বেঁচে থাকাসহ চলতো পরিবারের ভরণপোষণ, তারা আজ অসহায়।

নানামুখী সংকটে ঐ সকল শিক্ষার্থীরা আজ দিশেহারা। আর্থিক সংকট, অনিশ্চিত ভবিষাৎ সাথে সেশনজট সবমিলিয়ে জীবন হয়ে উঠেছে বিভীষিকাময়। দ্যা ডেইলি ক্যাম্পাসের তথ্যমতে এমন চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় আজ পর্যন্ত আত্মত্মহত্যা করেছে ৪০ জন শিক্ষার্থী।

তিনি আরো বলেন! দেশের ছাত্র সমাজের কথা চিন্তা করে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ বিলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবু রায়হান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ পাপ্পু, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ জহির রায়হান, জেলা সদস্য মুহাম্মাদ ইমরান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button