উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দোয়ারাবাজার থানার ভারতীয় জব্দকৃত চোরাই মদ ধ্বংস করা হয়েছে
মোঃ আলা উদ্দিন, দোয়ারা উপজেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দোয়ারাবাজার থানার ভারতীয় জব্দকৃত চোরাই মদ ধ্বংস করা হয়েছে
দোয়ারাবাজার থানার বিগত ১২ মে ২০২১ ইং তারিখের ১২নং মামলার জব্ধকৃত ৫৬ বোতল ভারতীয় নিশিদ্ধ অফিসার চয়েস মদ, আদালতের নির্দ্দেশে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের উপস্থিতিতে ৫৬ বতল মদের মধ্যে ৫২ বোতল মদ আগুনে দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়াও ২ বোতল মদ পরিক্ষার জন্য ও ২ বোতল মদ মামলার বিচার কার্যের জন্য রাখাখিয়া অবশিষ্ট ৫২ বোতল মদ আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৭জুন) সকালে দোয়ারাবাজার থানা ভবনের পুর্বপাশে নদীর পাড়ের সিড়ির নিকটে জব্ধকৃত চোরাই মদ ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক ও তদন্ত মনিরুজ্জামান খান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাজ মিয়া, এসআই মিজানুর রহমান ডিএসবি আব্দুল কদ্দুছ, সাংবাদিক আশিক মিয়া সাংবাদিক মোঃ আলা উদ্দিন সাংবাদিক মোঃ হারুন অর রশিদ প্রমূখ।