স্বাস্থ্য ও চিকিৎসা

নোয়াখালীতে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৪

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। এসময় ৩২৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে করোনা আক্রান্তের হার ৩৪ দশমিক ৭৬ শতাংশ।জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ১২৩ জনের।

মোট আক্রান্তের হার ১০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।বৃহস্পতিবার দিবাগত রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জাানন, আক্রান্তদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, সুবর্ণচরের ২ জন, বেগমগঞ্জের ৪১ জন,সোনাইমুড়ীর ৮ জন, চাটখিলের ১২ জন,সেনবাগের ১৭ জন, কোম্পানীগঞ্জের ৪ জন ও কবিরহাটের ১৬ জন রয়েছেন।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৩৪ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন ও আইসোলেশনে আছেন আরও ৯জন।জেলার সদর উপজেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button