জাতীয়

ডা. জাফরুল্লাহর জন্য অনলাইন মেডিক্যাল টিম গঠন।

স্টাফ রিপোর্টার:

গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজ থেকে জানা যায়,করোনা
ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন। বাইরের চিকিৎসকরা বলেছেন, তার চলমান চিকিৎসা ঠিক আছে। গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে একথা জানানো হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। এতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মুস্তাফির বরাতে বলা হয়, ‘জাফরুল্লাহ চৌধুরীর কোভিড এবং গুরুতর নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠিত হয়। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন চিকিত্সক অংশগ্রহণ করেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রার আর অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন এবং আলহামদুলিল্লাহ নিজে থেকে খাবার গ্রহণ করছেন।’ জাফরুল্লাহ চৌধুরীর নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে বলেও জানানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. মহিবুল্লাহ খন্দকার জানান দেশের, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। তাদের সঙ্গে সমন্বয় করেই এখন জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা চলবে। সোমবার ভিডিও কনফারেন্সে তার অসুস্থতার শুরু থেকে এখন পর্যন্ত দেওয়া চিকিত্সার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই একমত, যে প্রক্রিয়ায় তার চিকিৎসা চলছে তা ঠিক আছে। আগামীতে একইভাবে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button