জেলার খবর

ধামরাইয়ে করোনা পরিস্থিতিতে তিন শতাধিক পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান কর্তৃক আটা বিতরণ

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে করোনা পরিস্থিতিতে তিন শতাধিক পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান কর্তৃক আটা বিতরণ

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ এর পরিস্থিতিতে ঢাকার ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৬ কেজি আটা বিতরণ করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন।

মঙ্গলবার (১ জুন -২০২১ খ্রীস্টাব্দ)দুপুরে ধামরাই পৌরসভার মোকামটোলা মাঝার প্রাঙ্গণে করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে ৬ কেজি করে আটা বিতরন করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জননেতা মোঃ মোহাদ্দেছ হোসেন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব, ছাত্রলীগ নেতা পিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ’সময় উপজেলা চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন বলেন- করোনার কারণে কেউ আতঙ্কিত হবেন না সচেতনন হোন। আপনারা জানেন বর্তমানে পাশ্ববর্তী দেশ ভারতের অবস্হা করোনার কারনে খুবই ভয়াবহ অবস্হা প্রতিদিনই প্রায় চার হাজার লোক করোনায় সংক্রমণের ফলে প্রাণহানি ঘটছে নতুন করে লক্ষ লক্ষ লোক কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হচ্ছে। তাই আমাদেরকে সরকারের স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পড়তে হবে।

একমাত্র সচেতনতার মাধ্যমে করোনার সংক্রমণ এড়ানো সম্ভব। মানণীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে করোনার সংক্রমণ থেকে মুক্ত রাখতে বিনামূল্যে টিকা দান কর্মসূচি গ্রহণ। আপনারা সবাই সময় মতো করোনার টিকা গ্রহন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button