ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির এর ভোগঘর নির্মান কাজের শুভ উদ্বোধন
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির এর ভোগঘর নির্মান কাজের শুভ উদ্বোধন
ঢাকার ধামরাইয়ের কায়েতপাড়াস্হ ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির এর নতুন ভোগ ঘর নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ শে মে-২০২১ খ্রীস্টাব্দ) সকাল ১১ঘটিকার সময় ধামরাই কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দির এর পূর্বের ভোগ ঘর এর স্হানেই ধর্মীয় আনুষ্ঠানিকতার পূজার্চনার মাধ্যমে এ’কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
পুরোহিত শ্রী উজ্জ্বল কুমার গাঙ্গুলি ধর্মীয় আনুষ্ঠানিকতায় পূজার্চনা ক্রিয়াদি সুসম্পন্ন করেন।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অসিত গোস্বামী,শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় শ্রী নন্দ গোপাল সেন, অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল, শ্রী সমীর বরন সরকার, , শ্রী কল্লোল সেন, দপ্তর সম্পাদক ও ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ এর সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু),কোষাধ্যক্ষ শ্রী রতন পাল,সহ-দপ্তর সম্পাদক শ্রী অপু বনিক,উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী যোগেশ পাল,সদস্য- শ্রী স্বপন পাল (মাষ্টার), শ্রী স্বপন পাল (কালা) সহ অন্যান্য ব্যক্তিবর্গ।