ছাতকে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে ছাতকে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। শনিবার (২২মে) দুপুরে সুনামগঞ্জ জেলার ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদ৷ আব্দুল আলিম, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক তমাল পোদ্দার, সদরুল আমিন, আমিনুল ইসলাম আজির, আলাউদ্দিন, আমীর আলী, আব্দুস ছালাম শাকিল, সেলিম আহমদ, হাবিবুর রহমান নাছির, সুজন তালুকদার, মাহমুদুল হাসান মিসবাহ ও প্রেসের আলাল মিয়া প্রমুখ। কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নিয়ে এর প্রতিবাদ জানান।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছেন। এসব কাজে সাংবাদিকদের নিজের কোন স্বার্থ থাকেনা। নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে সমাজ ও রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত হয়ে আসছে দেশের সাংবাদিক সমাজ। স্বাস্থ্যবিভাগের দুর্নীতি তুলে ধরতে গিয়ে আমলাদের রোষানলে পড়তে হয়েছে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে।
তাকে মিথ্যে অভিযোগে হেনস্থা করে ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে’ মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী করছেন।