আরো...

দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আসুন মিলেমিশে কাজ করি

বিজয় চন্দ্র সরকারঃ

দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে আসুন মিলেমিশে কাজ করি

সোশ্যাল মিডিয়ায়তে প্রায় সময়ই দেখা যায় বাংলাদেশের অনেক সিনিয়র সাংবাদিক ভাইদের মধ্যে কিছুসংখ্যক সাংবাদিক ভাইয়েরা আছেন।

তারা প্রায় সময়ই অনলাইন সাংবাদিকদের তুচ্ছতাচ্ছিল্য ও গালিগালাজ করেন এবং গালিগালাজের ধরনটা অনেকাংশে এরকম হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক, কালো সাংবাদিক, সাদা সাংবাদিক, সবুজ সাংবাদিক, নিল সাংবাদিক, উচ্চ শিক্ষিত সাংবাদিক, মধ্যম শিক্ষিত সাংবাদিক, অর্ধ শিক্ষিত সাংবাদিক, নিম্ন শিক্ষিত সাংবাদিক, আর হলো মুর্খ সাংবাদিক,
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রকৃত অর্থেই যাঁরা অশিক্ষিত মুর্খ মানুষ তারা সাংবাদিক হওয়া তো দুরের কথা ঠিক করে লেখতে পড়তে পারেনা তাদেরকে কিভাবে সাংবাদিক আক্ষা দিয়ে গালিগালাজ করা হয়?

তবে এটা মানছি বর্তমান বাংলাদেশে অজস্র পরিমাণ অনলাইনের সাংবাদিক আছে। তারা লেখা পড়া সামান্য কম জানতে পারে কিন্তু তারা মুর্খ নয়! আর সবাই যে লেখা পড়া কম জানে এটাও কিন্তু ভাবা ঠিক নয়! যারা একটু কম শিক্ষিত তারা অনলাইনের সাংবাদিক হিসেবে কাজ করছেন তাতে আপনাদের সমস্যাটা কোথায়? অনলাইনের সাংবাদিক হয়েছে বলে আপনারা সিনিয়র সাংবাদিকরা তাদেরকে মুর্খ আখ্যায়িত করে গালি-গালাজ করবেন এটা কেমন ধরনের ভদ্রতা! তারা মুর্খতো নয় তাহলে তাদেরকে এভাবে গালিগালাজ করবেন কেন!

আরে ভাই তারা ছোট হতে পারে কম শিক্ষিত পারে তাইবলে অশিক্ষিত মুর্খ নয়? আজকে যাঁরা ছোট কালকে যে তারা বড় সাংবাদিক হবেনা এমনতো কোন ধরাবাঁধা নিয়ম নেই! তাই সিনিয়র সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি আপনারা ছোটদের গালি-গালাজ নাকরে তাদেরকে কাজ করার উৎসাহ দিন, সাংবাদিকতা কিভাবে করতে হয় সেই শিক্ষা দিন ভালবাসা দিন দেখবেন ছোটদের কাছ থেকে আপনারাও সম্মান পাবেন সম্মানিত হবেন।

এবং তারা ছোট হলেও কোন অপশক্তির কাছে সাংবাদিকরা মাথা নত করেনা: ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভুলভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।।

বিজয় চন্দ্র সরকার
সাংবাদিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button