প্রথম আলোর সাংবাদিকে রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মি
বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ
প্রথম আলোর সাংবাদিকে রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মি
জাতিয় দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়োর সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মানবাধিকার সংস্থা এর বগুড়া জেলা শাখা। দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদ ও তার বিরোদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ দ্রুত তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া সহ অবিলম্বে নির্যাতনকারীর বিরোদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিকাশ চন্দ্র স্বর্নকার বগুড়া জেলা প্রতিনিধি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW) এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট (BCHRD) বগুড়া জেলা শাখা।
স্বাস্থ্য খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে নারী সাংবাদিকের টুটি ধরে নির্যাতন করাটা চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন ঘটে।
এ বিষয়টি সুষ্ট তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এবং বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট বগুড়া জেলা শাখার পক্ষ হতে সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন সংস্থাটি।