জাতির আয়না হলো সাংবাদিক সেই আয়না আজ জেলখানায় বন্দি
বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)
জাতির আয়না হলো সাংবাদিক সেই আয়না আজ জেলখানায় বন্দি
জাতীয় দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে সচিবালয়ে হেনস্তার স্বীকার।
যাঁরা কথায় কথায় হলুদ সাংবাদিকতা বলে গালি দেন, সাংবাদিকতার সবক দেন, সাংবাদিকের মা বাপ তুলে গালি দেন তাদের উদ্দেশে বলি, এটাই বাংলাদেশের সাংবাদিকতা। টুটি চেপে ধরা সাংবাদিকতা। এইটা শুধু রোজিনা ইসলাম না। এটাই দেশে সাংবাদিকতার চিত্র।
কখনো এ টুটি চেপে ধরে, কখনো ঐ টুটি চেপে ধরে–অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে করতে হয়, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের না জানার কোনো কারণ নেই। স্টিং অপারেশন করা সব সাংবাদিককেই সেই অনুযায়ী গোপন নথি ফাঁস/চুরির অভিযোগে অভিযুক্ত করা যায়।
করোনা সংক্রান্ত এমন কোন গুরুত্বপূর্ণ নথি যেটা নিয়ে রিপোর্ট করতে যাওয়া সাংবাদিককে ভয় পেতে হয়, হুমকি মনে হয় এবং নথি চুরির অপরাধে তার নামে মামলা দিতে হয়?
অসুস্থ হয়ে যাওয়ার পর কয়েক ঘন্টা পেরোলেও রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার জন্য অতিরিক্ত সচিব জেবুন্নেসাকে কেন আইনের আওতায় আনা হবে না, সেটা দেশের মানুষ জানতে চায়।