জেলার খবর

বগুড়ার শিবগঞ্জে ইউএনও কে মুঠো ফোনে অশালীন ভাষায় গালিগালাজ সহ হুমকি আটক ২ জন

বিকাশ চন্দ্র, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে ইউএনও কে মুঠো ফোনে অশালীন ভাষায় গালিগালাজ সহ হুমকি আটক ২ জন

বগুড়ার শিবগঞ্জে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বপ্নাকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে দুই শ্রমিককে গত ১৭ই মে সোমবার রাতে আটক করেছে পুলিশ।

আটককৃতরা সর্ম্পকে শ্যালক-দুলাভাই।এ ঘটনার পর
সোমবার রাত ১১টায় উপজেলার মহাস্থান মাজারের গেট এলাকা থেকে তাদের দুজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার বিহার বন্দরের জাহিদুল ইসলামের ছেলে এহসান রহিম রবিন (৩৮) ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আবদুর রহমান (৪০)। তারা দুজনই মহাস্থান গড়ে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন এবং মহাস্থান হাটে দিন মজুরের কাজ করেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় শিবগঞ্জ নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে উম্মে কুলসুম স্বপ্না যোগদান করেন। এহসান রহিম রবিন নামের ওই যুবক রাত সোয়া ১০টার দিকে তার প্রতিবেশি ভগ্নিপতি আবদুর রহমানের মোবাইল ফোন ব্যবহার করে ইউএনও মহোদয়কে অশালীন ভাষায় গাজিগালাজ করে এবং হুমকি দেন। পরে তিনি বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে মাত্র ৪৫ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম স্বপ্না প্রতিনিধিকে বলেন,গতরাত ১০টার দিকে একটি নাম্বার থেকে ফোন আসে। ফোন ধরতেই তিনি আমার কাছে বেশ কিছু দাবি তুলে ধরে আমাকে হুমকি প্রদান করেন। তিনি আরো বলেন,তারা দুজনেই এখন পুলিশের হেফাজতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button