বাঁশখালীতে “সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশন’র অসহায় শিশুর মুখে হাসি কর্মসূচী বাস্তবায়ন
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে “সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশন’র অসহায় শিশুর মুখে হাসি কর্মসূচী বাস্তবায়ন
বাংলাদেশের মাটি ও মানুষের কল্যানে নিবেদিত “সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশন” চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশখালীতে অসহায়-এতিম ও ভাসমান শিশুদের নতুন ঈদবস্ত্র উপহার দিয়ে “ঈদবস্ত্র উপহার প্রদান পূর্বক অসহায় শিশুদের মুখে হাসি ফুঠানো কর্মসূচী’২০২১ বাস্তবায়ন করেছে।
বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদীর সার্বিক তত্বাবধানে “সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
১২ মে’২১ ইং, বুধবার সকাল ১০ টার সময় বাঁশখালী পশ্চিম বড়ঘোনা সকাল বাজারস্থ “বেঙ্গল রেস্তোঁরা এন্ড গেস্ট হাউজের কনফারেন্স হল থেকে বাঁশখালীর বিভিন্ন অঞ্চল থেকে অনলাইন এনাউন্সের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বিশেষভাবে নির্বাচিত প্রায় ৩০ জন নিরেট এতিম, অসহায় ও ভাসমান শিশুদের হাতে মানসম্পন্ন ঈদবস্ত্র তুলে দেন বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক, বিশিষ্ট মানবাধিকার কর্মি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক রাশেদী।
যেসকল প্রতিবন্ধি শিশু তাদের শারীরিক প্রতিবন্ধকতার জন্য আসতে পারেনি তাদের উপহারসামগ্রী সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এনামুল হক রাশেদী তাদের ঘরে ঘরে গিয়ে শিশুদের হাতে হাতে হস্তান্তর করেন।
করোনা মহামারী সংকটকালীন অর্থনৈতিক দৈন্যতার চরম সময়ে এতিম-অসহায় ও ছিন্নমুল ভাসমান শিশুদের হাতে নতুন ঈদের কাপড়-চোপড় তুলে দিয়ে তাদের নির্মল হাসিতে ভূবন মাতোয়ারা করায় সংশ্লিষ্ঠ পরিবারের সদস্যবর্গ ও শুভাকাংখীরা সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশন ও সাংবাদিক এনামুল হক রাশেদীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
ঈদের নতুন জামা না পেয়ে হতাশ ও বিবর্ণ ফ্যাকাশে চেহারার অসহায় শিশুগুলো ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন ঈদের পোশাক উপহার পেয়ে আনন্দে আত্মহারা, তাদের হাসিতে হেসেছে আকাশ-বাতাসও।
এমন একটি ব্যতিক্রম কর্মসূচীতে সম্পুর্ন বিশ্বাষের উপর নির্ভর করে পুর্ব কোন যোগাযোগ ছাড়া “সালামত উল্লাহ রিচার্স ফাউন্ডেশন” সহযোগিতা করায় সাংবাদিক এনামুল হক রাশেদী ফাউন্ডেশনের কর্নধার হাসান আহম্মেদ খোকনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।