সেনবাগে হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
সেনবাগের হতদরিদ্র মানুষদের কাছে এক আবেগ ও ভালোসার নাম সৈয়দ হারুন ফাউন্ডেশন।
যেকোন দুঃসময়ে মানুষদের পাশে দাঁড়ানোয় এই ফাউন্ডেশন অকৃত্রিম ভালোবাসা পেয়ে যাচ্ছে সেনবাগের হতদরিদ্র মানুষদের।
করোনার সেই শুরু থেকেই সেনবাগের মানুষদের পাশে দাঁড়িয়েছেন উক্ত ফাউন্ডেশন। কুড়িয়েছেন মানুষদের অকৃত্রিম ভালোবাসাও। তারই ধারাবাহিকতায় এবারও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সেনবাগের অসহায় ও হতদরিদ্র ৪০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,ছিলোনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন উর রশিদ ও অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাছাড়া উপজেলার অন্যান্য সামাজিক সংগঠনের মাধ্যমেও লায়ন সৈয়দ হারুন এর সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানা যায়।