বগুড়ায় উদ্বৃত্ত সবজি সংরক্ষণের নেই কোনো হিমাগার
বগুড়ায় উদ্বৃত্ত সবজি সংরক্ষণের নেই কোনো হিমাগার। যার ফলে প্রতি বছরের মৌসুমগুলোতে ক্ষেতেই নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সবজি। এতে করে উপযুক্ত দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা।
শীত-গ্রীষ্মে হাজার হাজার টন মৌসুমী নানান ধরনের সবজি উৎপাদন হয় বৃহত্তর বগুড়ায়। এ জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। উৎপাদন বেশি হলেই বা বাজারে চাহিদার চেয়ে বেশী সবজি সরবরাহ হলে সঠিক দাম থেকে বঞ্চিত হয় কৃষক।
আর এতে চরম লোকসান গুনতে হয় এই অঞ্চলের কৃষকদের। এ জেলায় আলু সংরক্ষণের জন্য অন্তত ৩০টি হিমাগার থাকলেও, সবজি’র জন্য একটিও হিমাগার নেই। এ জেলায় সবজি সংরক্ষণের জন্য আলাদা হিমাগার স্থাপনের দাবি জানিয়েছে কৃষকরা। অপরদিকে সরকারি সহযোগিতা পেলে নির্মাণের কথা জানান, হিমাগার মালিক সমিতির নেতারা।উদ্যোগ নিলে সহযোগিতা করবে বলে জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বগুড়ায় প্রতিবছর প্রায় ২০ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। এতে প্রায় দু’লাখ ৮১ হাজার টন সবজি উৎপাদন হয় জেলায়।