সাংবাদিক সিকান্দার আলোম এর উপর দূর্বৃত্তদের অতর্কিত হামলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিক মোঃ সেকেন্দার আলম শেখ আজ ৬মে বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলাধীন পবনবেগ নতুন মসজিদের সামনে মেইন রাস্তার (তেমাথা) উপর থেকে দূর্বৃত্তদের অতর্কিত হামলায় শিকার হলে, তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আলফাডাঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ হইতে এবং ঢাকা ডেমরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছি।
সাংবাদিক মোঃ সেকেন্দার আলম শেখ এর উপর হামলার সংবাদ পেয়ে তাকে দেখতে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে ছুটে জান আলফাডাঙ্গা পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি মোঃ ওয়াহিদুজ্জামান ও প্রেসক্লাবের সভাপতি ফকির ইলিয়াস হোসেন সহ আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিক,রাজনৈতিক সূধী বৃন্দ।
সাংবাদিক সিকান্দার আলোম একজন প্রশিক্ষিত সাংবাদিক রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ এর ভাইস চেয়ারম্যান তার অনেক সম্মান ও পরিচিতি রয়েছে। তার উপর অতর্কিত হামলা বড়ই দুঃখ জনক এবং এই স্বাধীন দেশের জন্য এক লজ্জা সাংবাদিকরা জাতির বিবেক। জাতির আয়না জাতির বিবেকদের কন্ঠ রুদ্ধ করা আর জাতির বিবেকদের ধবংশ করার লক্ষ্যে মাঠে নেমেছে একদল স্বাধীনতা বিরোধী জঙ্গি দেশদ্রহী সন্ত্রাসীরা এদের দমন করতে হবে।
না এই দেশ হবে সন্ত্রাসী জঙ্গি দেশ আমরা সাংবাদিক মহলেরা এর বিচার চাই! সাংবাদিক নির্যাতন আইন চাই! সরকারের কাছে আমাদের দাবি।