শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে শিক্ষকরা
আবদুল্লাহ আল মামুন, মনিরামপু উপজেলা প্রতিনিধি-(যশোর)
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে শিক্ষকরা
শিক্ষকতার পেশায় না এসে যদি মাঠে কাজ ভ্যান চালক বা চা বিক্রেতা হতাম তাহলে অন্ততঃ ঈদে বউ বাচ্চাদের নতুন পোশাক কিনে দিতে পারতাম। সারাজীবন শিক্ষকতা করে কিছুই দিতে পারেননি পরিবারের সদস্যদের।
এমন আক্ষেপের কথা সাংবাদিকদের জানিয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার মহাদেবপুর জুনিয়র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান একই আক্ষেপের কথা জানিয়েছেন সিটি কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কুমার রায় সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক। বিদ্যালয়গুলো দীর্ঘদিন আগে স্থাপিত হলেও এখনও এমপিওভুক্ত হয়নি।
এছাড়াও সারাদেশে প্রাইভেট পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসমস্ত শিক্ষকরা।
এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত সমাধান ও বর্তমান করোনা মহামারী দুর্যোগে সাহায্য সহযোগিতা কামনা করেন।