জেলার খবর

ধামরাইয়ে ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা তুহিনের পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

ধামরাইয়ে ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা তুহিনের পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর আহমেদ তুহিন। অসহায় নিষ্পেষিত রিক্সা – চালক সহ সমজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে চালিয়ে যাচ্ছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরন কর্মসূচী।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারের সদস্য, পথচারীদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এ’সময় ধামরাই উপজেলা ও সুতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পৃথিবীর সকল কিছুর স্রষ্টা বিশ্ববিধাতা। সৃষ্টির মাঝেই তিনি নিজেকে প্রকাশ করেছেন। সুতরাং যারা তার সৃষ্টিকে ভালোবাসেন , তাদের প্রতি তিনি অনুগ্রহ করেন , দয়া দেখান। তাই স্রষ্টাকে পেতে হলে তার সৃষ্ট জীব কে ভালবাসতে হবে। মানুষ ” আশরাফুল মাখলুকাত ” সৃষ্টির সেরা জীব।

মানুষের দেহের মধ্যে আছে মন। শরীরের যেমন যন্ত্রণাবোধ আছে, তেমনি আছে সুখ ,মনে সুখ থাকতে পারে ,দুঃখবোধও থাকতে পারে। মানুষের বুদ্ধি আছে, মেধা আছে, মানুষ তার মেধা ও বুদ্ধিবৃত্তি দিয়ে অনুভব করেন করতে পারে অপরের সুখ -দুঃখ ।সুখী ব্যাক্তির সুখের অভাব নেই, যন্ত্রণাও নেই।

তাই সুখী ব্যক্তির কোনো প্রত্যাশা ও থাকেনা। অথচ দুঃখেও যন্ত্রণাকাতর মানুষ চায় যে কেউ তার দুঃখ যন্ত্রণা মোচন করুক কিন্তু স্রষ্টা মানুষের সেবার প্রত্যাশী নন। তার ইচ্ছা করলেও মানুষ সরাসরি ঈশ্বরের সেবা করতে পারেন না। স্রষ্টার সেবা করার উত্কৃষ্ট উপায় হলো – আর্ত-মানুষের , দুঃখ ও যন্ত্রণাকাতর মানবের সেবা করা। আবার সেবা করার ইচ্ছা তখনই জাগ্রত হয় , যখন তাদের ভালোবাসা যায়।

দুঃখী মানুষকে ভালোবাসার মাধ্যমে আমরা স্রষ্টার প্রতি ভালোবাসা দেখাতে পারি। এভাবে স্রষ্টার প্রতি ভালোবাসা দেখাতে পারলেই স্রষ্টাও ভালোবাসবেন আমাদের।

ঠিক এমন একটি মানবিক কাজের উদাহরণ ই সৃষ্টি করলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গড়া ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ তুহিন। যিনি ইতিমধ্যেই নিজেকে মানবিক কাজে নিয়োজিত রেখেছেন। উৎসর্গ করে দিয়েছেন জনসেবায়। কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে।

মানুষ চিন্তাশীল ও সৃষ্টিশীল প্রাণী। তাই তার চিন্তার জগৎ , তার কল্পনার নেশা সীমাহীন। সে অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, নিজের হাতে স্পর্শ করে দেখতে চায়। তার এই বৈচিত্র্যের নেশা কেবল দেশপ্রেমের মাধ্যমেই চরিতার্থ করা সম্ভব।

এমন একটি ঘটনা যেন বাস্তবতায় রূপ দিলেন ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক,,সূতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেইসাথে বঙ্গবন্ধু গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ তুহিন।

সত্যিই তানভীর আহমেদ তুহিনের চিন্তা ভাবনার জগৎটাই যেন আলাদাএই ধরুন না বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু নামক একটি গ্রন্থাগার প্রতিষ্ঠাতা করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখনীর মাধ্যমে যদি এর গুরুত্ব বোঝাতে চাই তাহলে বলতে হবে মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া লাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মত চুপ করিয়া থাকিত , তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরীর তুলনা এর মাধ্যমে মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা , শক্তি ও মেধা বিকশিত হবে , মানুষের বিবেচনা শক্তি , উদ্ভাবন ক্ষমতা ও সৃজনশীল হয়ে ওঠবে,,,, সমাজের এমন একটি গুরুত্বপূর্ণ সেইসাথে অসাধারণ ব্যাতিক্রমী মহৎ একটি উদ্যোগ গ্রহণ করেছেন সকলের প্রিয় তানভীর আহমেদ তুহিন।

তানভীর আহমেদ তুহিন এ’ধরনের মহতী কাজের জন্য ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা থাকবে অসাধারণ জনসেবামূলক কর্মসূচি সেইসাথে ব্যাতিক্রম চিন্তা -ভাবনা থেকে বেরিয়ে আসা অসাধারণ উদ্যোগ এসব জনকল্যাণমূলক কাজে নিজ কর্মের মহিমায় হাজার বছর বেঁচে থাকবে গণমানুষের বুকে এটাই ইফতার খাদ্য সামগ্রী সেবা গ্রহণকারীদের হৃদয় নিংড়ানো দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button