ধর্ম ও জীবন

কিশোরগঞ্জ জেলার দ্বায়িত্বপ্রাপ্ত টাষ্ট্রির দৃষ্টি আকর্ষন

বিজয় চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি-(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ জেলার দ্বায়িত্বপ্রাপ্ত টাষ্ট্রির দৃষ্টি আকর্ষন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধৰ্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক সনাতন হিন্দু অস্বচ্ছল ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আগ্রহী (হিন্দু অস্বচ্ছল) পরিবারের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আগ্রহীগণ নিম্নে সংযুক্ত আবেদন ফরম যথাযথ পূরণ পূর্বক আগামী ২৯/৪/২০২১ ইং তারিখের মধ্যে স্ব স্ব জেলা কার্যালয়ে ই-মেইল করার জন্য বলা হয়েছে।

যোগাযোগের ঠিকানা-
সহকারী প্রকল্প পরিচালক,
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,
(নিজ নিজ) জেলা কার্যালয়, (গুগল করে নিবেন যার যার জেলার অফিস কোথায় আছে)
[স্বাস্থ্যবিধি মেনে অফিস চলাকালীন অফিসে আবেদনপত্র জমাপ্রদান করা যাবে।]

নোট:
কিশোরগঞ্জ জেলা শহরে অনেক অস্বচ্ছ হিন্দু শিক্ষার্থী আছেন যাঁরা এই উপবৃত্তি সমন্বয়ে কিছুই জানেনা।
এই বিষয়ে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাষ্টির কোন পদক্ষেপ/ প্রচার দৃষ্টিগোচর না হওয়ায় আদৌ কিশোরগঞ্জ জেলার অস্বচ্ছল হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে কি না?? মাননীয় ট্রাষ্টির সুদৃষ্টি, স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রত্যাশা করছি।

মনে রাখবেন আমাদের আশেপাশে অনেক গরিব শিক্ষার্থী আছে যাঁরা সরকারের সামান্য সাহায্য সহযোগিতা পেলেও তাদের লেখা পড়ার খরচটুকু চালিয়ে যেতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button