সেনবাগে করোনা আক্রান্ত পৌরসভার নৈশ প্রহরীর মৃত্যু,বিশিষ্টজনের শোক।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
সেনবাগে করোনা আক্রান্ত পৌরসভার নৈশ প্রহরীর মৃত্যু,বিশিষ্টজনের শোক।
নোয়াখালী সেনবাগ পৌরসভায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নাল আবেদীন ফকির (৫০) নামের পৌরসভার এক নৈশ প্রহরী।
রবিবার সকাল পৌনে ৬টার দিকে বাবুপুর গ্রামের আঠিয়া বাড়ীতে মারা যান তিনি।এ নিয়ে সেনবাগ উপজেলায় করোনায় মারা গেছেন ৫ জন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, তিনি দীর্ঘ দিন ক্যান্সার ও লিভার সিরোসিস রোগে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যাওয়ার পর ওইখানে জয়নাল আবেদীন ফকিরের নমুনা দিয়ে আসলে গত ২৭মে বুধবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে।এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। আজ রবিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। সকল ধরনের নিয়ম মেনে উনার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।তিনি আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।
জয়নাল আবেদীন ফকির এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর ও সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফখর উদ্দিন সহ অন্যান্যরা।