কোভিড-১৯ আক্রান্ত হয়ে ধামরাইয়ের চাউনা গ্রামের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের ডিএমডি জামাল উদ্দিনের মৃত্যু
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
কোভিড-১৯ আক্রান্ত হয়ে ধামরাইয়ের চাউনা গ্রামের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের ডিএমডি জামাল উদ্দিনের মৃত্যু
ঢাকার ধামরাই উপজেলার চাউনা গ্রামের বাসিন্দা
গ্রামীণ ব্যাংকের ডিএমডি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে ২৩ এপ্রিল দিবাগত রাত ১.৩০ টায় মৃত্যুবরণ করেছেন।
তিনি মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে স্ত্রী,আত্নীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তার ভাই নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন- জামাল উদ্দিন ভাই গত ০১ ই এপ্রিল করোনা পরীক্ষা করে জানতে পারেন সে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত। করোনায় আক্রান্তের পর ঢাকার নিউ লাইফ হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় ২৩শে এপ্রিল দিবাগত রাত ১.৩০ মিনিটে মৃত্যুবরন করেন।
ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে তাকে দাফন করা হবে।