বাঁশখালীতে পাওয়ার প্ল্যান্টে গুলিবিদ্ধ শ্রমিকদের পাশে আর্থিক সহযোগিতা সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে পাওয়ার প্ল্যান্টে গুলিবিদ্ধ শ্রমিকদের পাশে আর্থিক সহযোগিতা সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় নির্মানাধীন ১৩২০ মেগা:ওয়া: কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টে সম্প্রতি সংঘঠিত শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ গুরুতর আহত শ্রমিদের দেখতে গেলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের একটি প্রতিনিধি দল।
২৩ এপ্রিল’২১ ইং শুক্রবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খবরাখবর নেন এবং প্রত্যেক আহত চিকিৎসাধীন শ্রমিকদের হাতে হাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় শ্রমিক কল্যান ফেডারেশনের প্রতিনিধি দল আহত শ্রমিকদের দ্রুত সুস্থতার ফরিয়াদ করে মহান প্রভুর দরবারে মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইছহাক ও এস এম লুৎফর রহমান, বাঁশখালী উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিন জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, ট্রেড ইউনিয়ন সম্পাদক শরফুল আমিন চৌধুরী ও বাঁশখালী উপজেলা দক্ষিণ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য: গত ১৭ এপ্রিল এস এস পাওয়ার প্ল্যান্টে সুনিদ্দৃষ্ট কিছু দাবী-দাওয়া নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে নিহত হয় এবং প্রায় অর্ধশতাধিক শ্রমিক গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন।