চলেগেলেন নাফেরার দেশে সাংবাদিক রোমান শাহ আলম
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম আর নেই পরিবার ও সহকর্মীদের কাঁদিয়ে চলে গেলেন নাফেরার দেশে।
তিনি পেশাগত দায়িত্ব পালনে করোনায় আক্রান্ত হয়ে গাজীপুর সহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৮এপ্রিল রাত ২ টার সময় মৃত্যুর কাছে পরাজিত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
রোমা শাহ আলমের মৃতদেহ ৯ এপ্রিল বেলা এগারোটায় জানাজা শেষে গাজীপুর সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন করা হয়। রোমান শাহ আলম ছিলেন একজন সফল সংগঠক কর্মময় জীবনে তিনি ছিলেন সহকর্মীদের প্রিয় মানুষ। সদা হাস্যজ্বল সদালাপী ও বিনয়ী একজন মানুষ। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তার অসংখ্য লেখা প্রতিবেদনে দেশ ও মানুষের কল্যাণে সৃতি ছারা আর কিছুই নেই৷
রোমান শাহ আলম দৈনিক লাখো কন্ঠ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম হলেও স্বাধীনতার পঞ্চাশ বছরে পায়নি গণমাধ্যম কর্মিরা কোন প্রকার সহযোগিতা। কিছু না পেলেও দিয়েছেন দুহাত ভরে ত্যাগি এই মানুষটি।